২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ঢাবি শিক্ষক ড.মোর্শেদকে পুনর্বহালের দাবিতে ছাত্রদলের সমাবেশ

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল ও পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই সমাবেশ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো: রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো: আমানউল্লাহ আমানের  সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন, কে এম মুসাব্বির সাফি, যুগ্ম সম্পাদক মো: শাহনেওয়াজ, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, এ বি এম মাহমুদ আলম সরদার, নিজামউদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, সহ-সাধারণ সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহ ইয়াহ, কে এম সাখাওয়াত হোসাইন, মাঈনুদ্দিন নিলয়, আক্তারুজ্জামান আকতার সহ-সাংগঠনিক সম্পাদক ডা: তৌহিদুর রহমান আউয়াল, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ। বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। 

এ সময় সভাপতির বক্তব্যে ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা দেখেছি বর্তমান সরকারের আমলে শুধু এটাই নয়, বরং গত এক যুগে এমন অনেক সিদ্ধান্ত নিতে দেখেছি। গত একযুগে বিরোধী মতের ব্যক্তি তথা বিরোধী মত-পথের লোকদের গুম, খুন হয়রানি করা হচ্ছে। তারই একটি কালো থাবা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপক মোর্শেদ হাসানের অব্যাহতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার টুটি চেপে ধরা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 


আরো সংবাদ



premium cement