২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দেখা যাবে ব্লু-মুন

-

আগামী ১ এবং ৩১ অক্টোবর আঁধার কালো আকাশের বুকে দেখা যাবে ব্লু-মুন বা নীল চাঁদ। বিজ্ঞানীরা বলছেন, অক্টোবর মাসে দু’টি পূর্ণিমা হবে আর তাই দেখা যাবে নীল চাঁদ। পুরো বিশ্বের সর্বত্র এক সাথে এমন নীল চাঁদ দেখার এই ঘটনাটি ঘটবে মাত্র দ্বিতীয়বারের মতো। এর আগে ১৯৪৪ সালে প্রথমবারের মতো সর্বত্র এমন ব্লু-মুন দেখা গিয়েছিল।
তবে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থান থেকে আংশিকভাবে আরো কয়েক দফা ব্লু-মুন দেখা গিয়েছিল। ২০০১ সালে সর্বশেষ এমনটা হয়েছিল। সাধারণত ১৯ বছর পরপর পৃথিবীবাসী ব্লু-মুন দেখার সুযোগ পায়। সেই হিসেবে এবার ২০২০ সালে আবারো এসেছে ব্লু-মুন। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement