২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ-মিয়ানমার অপরূপ মৈত্রী সড়ক

বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের অপরূপ দৃশ্য: নয়া দিগন্ত -

বিশাল আকাশের নিচে বিস্তৃত এক অপরূপ সাজে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক। এর পাশ দিয়ে চলে গেছে ঘুমধুমের আঁকাবাঁকা রাস্তা। বালুখালী কাস্টমস ঘেঁষে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কটিতে প্রাতঃভ্রমণে আসেন অনেকেই। স্বাভাবিক সময়ে প্রতিদিন বিকেলে এনজিওকর্মী তরুণ-তরুণীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। সারা দিন রোহিঙ্গা ক্যাম্পে কাজ শেষ করে বিকেলে মুক্ত বাতাস খেতে আসতেন তারা। করোনার ভয়ে এখন আর আসেন না। তাই এই মনভুলানো সড়কটি এখন ফাঁকা। আকাশের পানে চেয়ে যতদূর যাওয়া যায় দেখা মিলেছে মেঘের মিতালির। সে মিতালির পরশ মেখে অপরূপ রূপে সেজেছে সড়ক।
উখিয়ার বালুখালী আর নাইক্ষ্যংছড়ির উপজেলা ঘুমধুমের বিস্তৃত ভূমি নিয়ে গঠিত বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক ভ্রমণপ্রেমিকদের হাতছানি দিয়ে ডাকছে। কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার ঘাট হয়ে প্রবেশপথ। এশিয়ান হাইওয়ের ট্রান্স রোডের অংশ হিসেবে দুই কিলোমিটার সড়কের ৯৬ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে এ মৈত্রী সড়ক। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য প্রসারে এ সড়ক নির্মাণ করা হয়।
বাণিজ্যিকভাবে ওই সড়ক চালু না হলেও পর্যটন স্পট হিসেবে এটি ইতোমধ্যে প্রসার লাভ করেছে। নানা রঙের বাহারি সাজে সেজেছে এটি। মিয়ানমারের সীমান্ত কাঁটাতারের বেড়া, এই সড়কটির আশপাশ পাহাড় ও লতাপাতায় ঘেরা সড়ককে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। অনেকেই এখানে বেড়াতে আসেন। সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা একেক সময়ে একেক রূপে দেখা দেয় মৈত্রী সড়ক। আকাশে কখনো সাদা মেঘের ভেলা, কখনো কালো মেঘের আনাগোনা, কখনো ধূসর আর গোধূলি বেলায় আবিরের রঙে সাজে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের আকাশ। সন্ধ্যায় ওপরে আকাশের আবিরের রঙ প্রতিফলিত হয় নিচের বিশাল সড়কের ওপর। সবমিলে এক অসাধারণ দৃশ্যের দেখা মেলে সেখানে। দিগন্তজুড়ে দেখা মেলে সবুজের আলপনা। তাই সড়কটির নিরিবিলি পরিবেশ দেখতে ভ্রমণপিপাসুরা এখানেই চলে আসেন। আশপাশে কোথাও নগরায়ণের ছোঁয়া নেই, নেই অবকাঠামো আর হোটেল-মোটেলের সুবিধা। তাই প্রত্যন্ত গ্রামীণ বাস্তবতায় মৈত্রী সড়ক দেখতে নাগরিক সুবিধায় অভ্যস্তরা এখানে আসতে পারছেন না। এসব অবকাঠামো উন্নয়ন করতে পারলে তারাও আসতে পারতেন বাংলাদেশ- মিয়ানমার মৈত্রী সড়কের সৌন্দর্য উপভোগ করতে।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল