২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভিনগ্রহীরা ভারতে!

-

এলিয়েন বা ভিনগ্রহবাসী নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। কেবল সাধারণ মানুষের মধ্যেই নয়, বিজ্ঞানী মহলেও এ নিয়ে ব্যাপক আগ্রহ। এ কারণেই আকাশে অপরিচিত উড়ন্ত কোনো বস্তু বা ইউএফও (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) দেখলে মানুষ প্রথমেই ভেবে বসে, নিশ্চয়ই ভিনগ্রহবাসীর আগমন ঘটেছে। এবার ভারতের আকাশে দেখা দিলো অজানা ভিনগ্রহী যান? সেই ঘটনার একটা ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় চলছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোলাকার উজ্জ্বল একটি বস্তু ভেসে বেড়াচ্ছে আকাশে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দী করে সোস্যাল মিডিয়ায় আপলোড করেছেন গুরুগ্রামের এক বাসিন্দা। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। জোর আলোচনা ‘তবে কি ভারতে দেখা দিলেন ভিনগ্রহীরা?'
গত সোমবার ভোর ৫টা নাগাদ হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের বাড়ি থেকে আকাশে গোলাকার উজ্জ্বল বস্তুটিকে উড়তে দেখেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। চমকে গিয়ে স্বামীকে বিষয়টি জানান তিনি। এরপরই ওই উড়ন্ত বস্তুর ভিডিও করেন দম্পতি। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস তাদের সাথে যোগাযোগ করলে ওই দম্পতি বলেন, ‘বস্তুটি কখনো আকারে বড়, আবার ছোট হয়ে যাচ্ছিল। একে সঠিক গোলাকার বলা যাবে না।’ আরো জানা গেছে, বেশ কিছুক্ষণ পর মেঘের আড়ালে চলে যায় বস্তুটি। ওই দম্পতি আরো জানিয়েছেন, গোলাকার বস্তুটি থেকে মাঝে মধ্যে আলো দেখা যাচ্ছিল। সোস্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি নিয়ে এরই মধ্যে গবেষণা শুরু হয়ে গেছে। অনেকের মতে ওটি আসলে এক ধরনের মেঘ। আবার কেউ কেউ ইউএফও বলেই দাবি করছেন। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement