১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দুই বাঘের ভয়ঙ্কর লড়াই

-

দুই পুরুষ বাঘের মারামারির ভয়ঙ্কর ভিডিও ফের ভাইরাল হলো সোস্যাল মিডিয়ায়। ভিডিওটি বেস কয়েক বছরের পুরনো হলেও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুধা রামেন সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ভিডিও। সেটি শেয়ার করে তিনি দুই বাঘের এ রকম মারামারি করার কারণ ব্যাখ্যা করেছেন।
দুই পুরুষ বাঘের এই মারামারি ভিডিওটি ২০১৩ সালে তুলেছিলেন হেলেনা ওয়াটকিনস। দক্ষিণ আফ্রিকার টাইগার ক্যানিয়ন ওয়াইল্ডলাইফ অ্যান্ড সাফারি পার্কে তোলা হয়েছিল সেটি। তখন ইউটিউবে আপলোড করা সেই ভিডিও ৭০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েক মিনিট ধরে মারামারি করছে পুরুষ বাঘ দু’টি।
মূলত এলাকা দখল করা নিয়েই এ ধরনের মারামারি হয় পুরুষ বাঘেদের মধ্যে। আবার কোনো কোনো সময় বাঘিনীকে ঘিরেও এ ধরনের লড়াইয়ে মাতে বাঘ। সম্প্রতি ভিডিওটি আপলোড করে সুধা রামেন লিখেছেন, ‘বাঘেদের এই মারামারি রেসলিংয়ের থেকে কিছু কম নয়। আধিপত্য বোঝানোর জন্যই এ রকম মারামারি হয়ে থাকে। বিজয়ী বাঘ এলাকা ও ভাগ্যবান হলে বাঘিনীও পেয়ে থাকে। পরাজিতকে চলে যেতে হয় নতুন বাসস্থান খুঁজতে।’ ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement