২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

-

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার পুঁজিবাজারে সূচক বেড়েছে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯২৮ ও ১৩৫৭ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে ২৩১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে যা ৯৭ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩৮ কোটি টাকার।
উল্লেখ্য, গতকাল পুঁজিবাজারে সময় বাড়িয়ে লেনদেন শুরু হয় সকাল সাড়ে ১০টায় এবং শেষ হয় বেলা আড়াইটায়, যা আগে ছিল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
বুধবার ডিএসইতে ৩৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ২৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।
বুধবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলোÑ বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বিকন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, অরিয়ন ফার্মা, অরিয়ন ইনফিউশন, ইন্দো-বাংলা, বিএসসিসিএল ও এক্সিম ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪৮ পয়েন্টে। এ দিন সিএসইতে হাত বদল হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৬টির, কমেছে ১১টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার দর। এ দিন সিএসইতে ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩ কোটি ৫৮ লাখ টাকার।


আরো সংবাদ



premium cement
‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান বিরোধী নয় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের

সকল