২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসেই দর পতন

-

গত বৃহস্পতিবারের মতো গতকালও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এ দিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন। তবে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশি লেনদেন হয়েছে। এ দিন লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮১.৫২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.৩৭ পয়েন্ট এবং সিডিএসইটি ১.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২১.০৪ পয়েন্টে, ১৩৩৬.১২ পয়েন্টে এবং ৭৯০.২১ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭ কোটি ৭৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮১ কোটি ১৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৩০টির বা ১০.৭১ শতাংশের, শেয়ারদর কমেছে ৩৬টির বা ১২.৮৫ শতাংশের এবং ২১৪টির বা ৭৬.৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩১০.৭০ পয়েন্টে। সিএসইতে গতকাল ১০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দর বেড়েছে, কমেছে ২৩টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫২ লাখ ১৫ হাজার ৯০০টি শেয়ার ৪৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ টাকার আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের এবং তৃতীয় সর্বোচ্চ ৪৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডেসকোর।
এ ছাড়া এডিএন টেলিকমের ২৮ লাখ ৭ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১২ লাখ ৪৮ হাজার টাকার, আমান ফিডের ১১ লাখ ৭৯ হাজার টাকার, এমবি ফার্মার ২৩ লাখ ৮৫ হাজার টাকার, বেক্সিমকোর ১১ লাখ ৮০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৯ লাখ ৭০ হাজার টাকার, ফরচুনের ২২ লাখ ৫১ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৬ লাখ ৫ হাজার টাকার, লংকা-বাংলা ফাইন্যান্সের ৫ লাখ ৮৫ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ২৪ লাখ ৮৫ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১৭ লাখ ২০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৩ লাখ ৮৬ হাজার টাকার, নর্দার্ন ইন্স্যুরেন্সের ১১ লাখ ৬২ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১০ লাখ ৯৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৯ লাখ ২০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১১ লাখ ২৩ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৫ হাজার টাকার, রেনেটার ৩৭ লাখ ৮৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২২ লাখ ৪০ হাজার টাকার, সিলভা ফার্মার ৯ লাখ টাকার, এসকে ট্রিমসের ৬ লাখ ২৭ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৩ লাখ ৫০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮ লাখ ২৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৯১ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ১০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 


আরো সংবাদ



premium cement