২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুঁজিবাজারে এক বছরে এসেছে মাত্র চার প্রতিষ্ঠান

-

সদ্যবিদায়ী ২০১৯-২০ অর্থবছরে মাত্র চারটি প্রতিষ্ঠান প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে এসেছে। এক অর্থবছরে এটি সর্বনিম্ন আইপিও আসার রেকর্ড। তার আগে ২০১৮-১৯ অর্থবছরে ১২টি কোম্পানি ছিল। সংশ্লিøষ্টরা বলছেন, শেয়ারবাজারে নতুন নতুন ভালো আইপিও আসার কোনো বিকল্প নেই। বাজারে যত ভালো কোম্পানি আসবে, বাজারের গভীরতা তত বাড়বে। কিন্তু দুর্বল কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হলে বাজার ক্ষতিগ্রস্ত হবে। তাই নিয়ন্ত্রক সংস্থার উচিত বাজারে ভালো ভালো কোম্পানির আইপিও বাড়ানোর পদক্ষেপ নেয়া। সেই সাথে আইপিও অনুমোদনে দীর্ঘসূত্রতা কমানো। তাহলে বাজার আরো গতিশীল হবে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিএসইসি গত ১২ অর্থবছরে ১১৯টি কোম্পানির আইপিও অনুমোদন দিয়েছে। অর্থাৎ বছরে গড়ে আইপিও দিয়েছে ১০টি। ২০১৭-১৮ অর্থবছরে ১০টি, ২০১৬-১৭ অর্থবছরে পাঁচটি, ২০১৫-১৬ অর্থবছরে ৯টি, ২০১৪-১৫ অর্থবছরে ১৫টি এবং ২০১৩-১৪ অর্থবছরে ১৬টি আইপিও অনুমোদন দেয়া হয়। এ ছাড়া ১০১২-১৩ অর্থবছরে ১২টি, ২০১১-১২ অর্থবছরে ১০টি, ২০১০-১১ অর্থবছরে সাতটি, ২০০৯-১০ অর্থবছরে ১২টি এবং ২০০৮-০৯ অর্থবছরে সাতটি আইপিও অনুমোদন দেয়া হয়।
জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আগের চেয়ারম্যান এম খায়রুল হোসেনের নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে একের পর দুর্বল কোম্পানির আইপিও অনুমোদন দেয়ার অভিযোগ উঠলে গত বছরের এপ্রিলে নতুন আইপিও না দেয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। অবশ্য নতুন করে আইপিও দেয়ার উদ্দেশ্যে জুলাই মাসে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা বাড়িয়ে পাবলিক ইস্যু রুলস ২০১৫-এর সংশোধন আনা হয়েছে। এরপরও চলতে থাকে আইপিও খরা। এর মধ্যেই দেখা দেয় মহামারী করোনাভাইরাসের প্রকোপ। পরিবর্তন আসে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতেও।

 


আরো সংবাদ



premium cement