২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

খাইরুল কমিশন একেবারেই ব্যর্থ : রকিবুর রহমান

-

খাইরুল হোসেন নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনকে সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান বলেছেন, বর্তমান কমিশন খুবই শক্তিশালী। তবে ৯ বছরের জঞ্জাল মাত্র ৯ দিনে সাফ হবে না। এর জন্য অন্তত ৯ মাস সময় দিতে হবে। গত শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজারে অব্যাহত পতনের একটা কারণ বিনিয়োগকারীদের মধ্যে ভয়। ভবিষ্যতে আবার কি লকডাউন হবে? পুঁজিবাজার কি বন্ধ হয়ে যাবে? দ্বিতীয় কারণটি হলো ফ্লোর প্রাইস।
ফ্লোর প্রাইসের কারণে কম লেনদেন হলেও বর্তমান সময়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই পরিচালক বলেন, বর্তমান পরিস্থিতির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সব সময় এই ফ্লোর প্রাইস থাকবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লোর প্রাইস উঠিয়ে নেয়া যেতে পারে।
পুঁজিবাজারে অরাজকতা চলছিল উল্লেখ করে তিনি বলেন, এই বাজারে কি কোনো স্বচ্ছতা ছিল? কোনো জবাবদিহিতা ছিল? পুঁজিবাজারে আইনের কোনো শাসক ছিল? বছরের পর বছর বিএসইসি আইনের অনেক পরিবর্তন করেছে। অনেক রুলস রেজুলেশন পরিবর্তন করেছে। কিন্তু সেগুলো পুঁজিবাজারে কোনো প্রভাব ফেলতে পেরেছে? একটিও পারিনি।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিশনকে অত্যন্ত শক্তিশালী উল্লেখ করে রকিবুর রহমান বলেন, দায়িত্ব নিয়ে বিএসইসির নতুন চেয়ারম্যান বলেছেন, আমার প্রথম দায়িত্ব বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা। তিনি গত পরশু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটি মিটিং করেছেন। মিটিংয়ে বিএসইসির চেয়ারম্যান গভর্নরকে কনভেন্স করতে পেরেছেন। গভর্নর আশ্বাস দিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের লভ্যাংশ ছেড়ে দেবেন।
তিনি বলেন, বিএসইসির চেয়ারম্যান বলেছেন, বন্ড মার্কেটকে শক্তিশালী করবেন। উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। উদ্যোক্তা পরিচালকরা ম্যানুপুলেট করলে যে যতই শক্তিশালী হোক, ছাড় দেবেন না।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগের কমিশন অবশ্যই ব্যর্থ। তারা অনেক আইন-কানুন পরিবর্তন করেছে। অনেক এক্সপেরিয়েন্স করেছে। তার কোনো সুফল পাওয়া যায়নি। প্রতিটি আইন ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে করা হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারী, পুঁজিবাজার। ডিএসইর এই পরিচালক বলেন, কোম্পানির পরিচালকরা ম্যানেজমেন্টের সহায়তা নিয়ে পুঁজিবাজারেও মিথ্যা তথ্য দিয়েছে। ওনারা দেখাতেন ইপিএস স্ট্রং, গ্রোথ ভালো, রিজার্ভ ভালো, এনএভি (নেট অ্যাসেট ভ্যালু) ভালো। ৪০ টাকার শেয়ার ৭০ টাকা হয়েছে। আস্তে করে বিক্রি করে দিয়ে চলে গেছেন। শেয়ার বিক্রির পর দেখা গেল এনএভি নাই, গ্রোথ নেই, রিজার্ভও নেই।
অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অপ্রদর্শিত আয় ১০ শতাংশ জরিমানা দিয়ে বিনিয়োগ করলে এনবিআর, দুদক কেউ প্রশ্ন করতে পারবে না, পাঁচ বছরের জন্য। তবে এই অপ্রদর্শিত আয় কে কোথায় বিনিয়োগ করবে সে বিষয়ে নুক্তা লাগিয়ে দেয়া যাবে না। হাজার হাজার কোটি টাকা অপ্রদর্শিত আয় যদি মেইন স্ট্রিমে (মূলধারায়) চলে আসে, তাহলে পুঁজিবাজারেও আসতে দিন।

 


আরো সংবাদ



premium cement
গাজা ইস্যুতে ইউরোপের নীতির সমালোচনায় অ্যামনেস্টি রানা প্লাজা ধসের ১১ বছর গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ : নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার বিপজ্জনক মাত্রার অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ

সকল