২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

টয়লেট পেপার পৌঁছাতে ড্রোন

-

কোভিড-১৯ ভয়াবহ আকার নিয়েছে ব্রিটেনে। ভাইরাসের সংক্রমণ রুখতে সেখানকার অধিকাংশ বাসিন্দাকে থাকতে হচ্ছে গৃহবন্দী হয়ে। এই অবস্থাতেই প্রিয়জনের সাথে যোগাযোগ করতে অভিনব পন্থা অবলম্বন করেছেন একজন। যুক্তরাজ্যের নর্দাম্পটনশায়ারের ওই ব্যক্তি নিজের বোনের কাছে যে অভিনব উপায়ে টয়লেট পেপার পৌঁছে দিয়েছেন, তার ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে।
৪৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম পিট ফারমার। তিনি কাজ করেন ম্যারিসন ডিসট্রিবিউশন সেন্টারে। পিট যেখানে থাকেন, তার কিছু দূরেই থাকেন তার বোন। তিনি পিটের কাছে টয়লেট পেপার চেয়েছিলেন। স্টোর থেকে টয়লেট পেপার এনে পিট তা ড্রোনের মাধ্যমে পৌঁছে দিয়েছেন তার বোনের কাছে।
লকডাউনের আবহে বিভিন্ন স্টোরে টয়লেট পেপারের অভাব দেখা দিয়েছে। কিন্তু নিজের করা পোস্টে পিট সেখানকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত হতে বারণ করেছেন। তিনি যে স্টোরে কাজ করেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে টয়লেট পেপার মজুদ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement