২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সারা দেশ কয়েক সপ্তাহ লকডাউন করার দাবি সুজনের

-

করোনাভাইরাস মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা চালানো, বিশেষ তহবিল গঠন, নিরাপদ চিকিৎসাসেবা ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য জোগানসহ কয়েক সপ্তাহ সারা দেশ লকডাউনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল রোববার সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে দেশে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। এমন প্রেক্ষাপটে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য আমরা সুজনের পক্ষ থেকে সরকারের নিকট কিছু গুরুত্বপূর্ণ দাবি জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মোকাবেলায় দ্রুত বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্টদের নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করুন। কর্মপরিকল্পনাটি বাস্তবায়নের জন্য বিশেষ তহবিল গঠন করুন এবং স্বচ্ছতার ভিত্তিতে এই তহবিলের একটি বড় অংশ দেশের শ্রমজীবী (৬ কোটি ৮ লাখ), হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বণ্টন করুন। হতদরিদ্র, খেটে-খাওয়া ও দিনমজুর মানুষদের জন্য বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য জোগান দিন। অনতিবিলম্বে কয়েক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করুন। সারা দেশে সহজলভ্য উপায়ে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা/চিহ্নিত করা, বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ান।
এ ছাড়া পিপিই সরবরাহ করা, প্রশিক্ষণ প্রদানসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মনোবল অটুট রাখতে বিশেষ প্রণোদনা ঘোষণার দাবি জানিয়েছে সুজন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদেশ ফেরত ও সন্দেহভাজন রোগীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। যারা কোয়ারেন্টিনে থাকবেন তাদের খাদ্যসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতাদের নিয়ে বিশেষ কমিটি গঠন করতে হবে। এই কমিটির কাজ হবে জনসচেতনতা সৃষ্টি করা, সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মানতে জনগণকে উদ্বুদ্ধ ও বাধ্য করা, নিম্ন আয়ের মানুষের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা এবং যথাযথ ব্যক্তিরা যাতে সরকারি সেবা পায় তা নিশ্চিত করা। সরকারি কর্মকর্তারা যাতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং জনপ্রতিনিধিরা যাতে জনগণের পাশে দাঁড়ান তা নিশ্চিত করতে হবে।
এ সময় সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে সুজনের পক্ষ থেকে বলা হয়, ‘সবাই মিলে শপথ করি, করোনাভাইরাসমুক্ত বাংলাদেশ গড়ি’ এই সেøাগানকে সামনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলুন। কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে কিংবা হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন। হোম কোয়ারেন্টিন মেনে চলতে অন্যদের সহায়তা করুন। হতদরিদ্র মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করুন।


আরো সংবাদ



premium cement
তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সংশ্লিষ্টতা : ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু দুই ভাইকে পিটিয়ে হত্যা : ৫ ঘণ্টা অবরুদ্ধ ফরিদপুর-খুলনা মহাসড়ক

সকল