২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফতুল্লায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর ভস্মীভূত

-

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকায় বাজারের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় ৬০টি বসতঘর ও গার্মেন্টের ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি বস্তিবাসীদের।
গতকাল রোববার ভোর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়লে ধোঁয়ায় চার পাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় বস্তির বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজি ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রায় এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বস্তিবাসী ও স্থানীরদের ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, তিনটি স্টেশনের দশটি ইউনিটের দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেউ হতাহত বা দগ্ধ হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement