২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

চট্টগ্রামের মেয়র পদে সর্বত্রই আলোচনায় সরকারি দলের প্রার্থী মনোনয়ন

-

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন দৌড়ে আলোচিত সবাইকে ছাপিয়ে অবশেষে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। শনিবার রাতে দলীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে উঠে আসা রেজাউল করিম চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় এক দিকে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। অন্য দিকে গতকাল রোববার নগরজুড়ে আলোচনার বিষয় ছিল চট্টগ্রামের মেয়র পদে সরকারি দলের প্রার্থী।
নগরীর সর্বত্রই আলোচনার বিষয় ছিল বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ দলের হেভিওয়েট শীর্ষ নেতাদের মনোনয়ন না পাওয়া। এ নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। যদিও দলের এই সিদ্ধান্ত মেনে প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলছেন তারা।
দলের টিকিট পেতে আগ্রহী ছিলেন ১৯ নেতা। এর মধ্যে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ছাড়াও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সাবেক মেয়র এম মনজুর আলম (বিএনপির সমর্থন নিয়ে ২বার মেয়র পদে নির্বাচন করে একবার বিজয়ী), নগর আওয়ামী লীগের শীর্ষ নেতা খোরশেদ আলম সুজন, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, জহুর আহমদ চৌধুরীর ছেলে হেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমসহ একঝাঁক প্রার্থী। কিন্তু সবাইকে টপকে মনোনয়ন পান দলে অপেক্ষাকৃত নিরপেক্ষ ও পরীক্ষিত নেতা রেজাউল করিম চৌধুরী।
কেউ কেউ বলছেন, মেয়র পদে প্রার্থিতা নিয়ে বর্তমান মেয়র গ্রুপ এবং তার বিপরীতে একাট্টা হয়ে গড়ে ওঠা শক্তিশালী পরে চরম দ্বন্দ্ব সামাল দিতে দলীয় সভানেত্রী তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে বেছে নিয়েছেন। মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরীও এটাকে দলের জন্য নিজের ত্যাগের পুরস্কার হিসেবে দেখছেন।
নগরীর পূর্ব ষোলশহরের বহদ্দার বাড়ির সন্তান রেজাউল করিম চৌধুরী ছাত্রলীগের নেতা ছিলেন। চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরে যুবলীগের রাজনীতি এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, দীর্ঘ সময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের বর্তমানে দায়িত্ব পালন শেষে কমিটির নগর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 


আরো সংবাদ



premium cement
ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২

সকল