২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জাবি ভিসিকে ভর্তি পরীক্ষায় অবাঞ্ছিত ঘোষণা

-

উন্নয়ন প্রকল্পের অর্থ কেলেঙ্কারির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে কালো পতাকা দেখিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে প্রথম দিনের ভর্তি পরীক্ষা চলাকালীন জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি দেয়া হয়।
এ সময় আন্দোলনকারী শিক্ষকেরা ভিসিকে ভর্তি পরীক্ষাকেন্দ্রে না আসা এবং ১ অক্টোবরের মধ্যে সসম্মানে পদত্যাগ করার আহ্বান করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ দিকে আন্দোলনকারীরে কালো পতাকা প্রদর্শন ও অবাঞ্ছিত করার বিষয়টিকে তোয়াক্কা না করেই বিকেলে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে যান জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। সারা দিন বাসভবন থেকে না বের হলেও বিকেলে বিজনেস অনুষদ ভবনে পরীক্ষা দেখতে যান তিনি। বিকেলে ভিসির সাথে প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, ট্রেজারার অধ্যাপক শেখ মঞ্জুরুল হক, রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আ স ম ফিরোজউল-হাসান কেন্দ্র পরিদর্শন করেন।
ভিসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়ে, ‘দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠন’ আশিকুর রহমান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীরা তাকে (ভিসি) কালো পতাকা দেখিয়েছেন, পরীক্ষায় অবাঞ্ছিত করেছেন। আন্দোলনকারীরা সারাদিন বিভিন্ন কেন্দ্রের সামনে ছিলাম, তিনি তখন আসেননি, সন্ধ্যার দিকে নির্লজ্জের মতো চোরাগোপ্তা পরিদর্শন করেন। আমরা তার এ কর্মকাণ্ডকে লজ্জাজনক বলে মনে করছি।’ এ ছাড়াও সোমবারও সমাজবিজ্ঞান অনুষদে আবার কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবেন বলে আশিকুর রহমান জানান।


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল