২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাশিমপুর কারাগারে বন্দীর মৃত্যু

-

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার এক বন্দী মারা গেছেন। তার নাম এনামুল হক বাবুল (৪৮)। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার সন্তোষপুর এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
কারাগারের ডেপুটি জেলার জাহাঙ্গীর আলম জানান, বন্দী বাবুল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টার দিকে ওই হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবুল ঢাকার রমনা থানার আইসিটি আইনের মামলায় আসামি ছিলেন। তিনি গ্রেফতার হওয়ার পর আদালতের মাধ্যমে ২০১৭ সালের ১৪ জুন তাকে হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, বাবুলকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 


আরো সংবাদ



premium cement