শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
- শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ১৮:০২
শৈলকুপা-হাটফাজিপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রমিজ উদ্দিন নামের এক কলেজছাত্র নিহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে রয়েড়া বাজার-সংলগ্ন আখের মিলের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রমিজ উদ্দিন শৈলকূপা উপজেলার বোড়ামারা গ্রামের আদিল উদ্দিনের ছেলে এবং বাগুটিয়া জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
জানা গেছে, দুপুরে বাড়ি থেকে শৈলকূপা আসার সময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রমিজ উদ্দিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা