মণিরামপুরে ৫০০ পিস ইয়াবা ও আড়াই লাখ টাকাসহ মাদককারবারি গ্রেফতার
- মণিরামপুর (যশোর) সংবাদদাতা
- ০৯ জুলাই ২০২৪, ২১:৪৩
যশোরের মণিরামপুরে ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লাখ ৬৬ হাজার টাকাসহ হাবিবুর রহমান হাবি (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হেলাঞ্চী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হাবিবুর হেলাঞ্চী গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাবিবুর রহমান একজন শীর্ষ মাদককারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। দুপুর ২টার দিকে ডিবি পুলিশের একটি দল হেলাঞ্চী গ্রামে অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ মনিরামপুর থানায় হাবিবুরের বিরুদ্ধে মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা