১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দৌলতপুর সীমান্তে ১ কেজি সোনাসহ পাচারকারী আটক

দৌলতপুর সীমান্তে ১ কেজি সোনাসহ পাচারকারী আটক - নয়া দিগন্ত

বর্ডার গার্ড বাংলাদেশ খুলনা ব্যাটালিয়ন-২১ টহল দল এক কেজি ৬৮ গ্রাম ওজনের নয়টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে।

মঙ্গলবার সকালে বিজিবি বেনাপোল দৌলতপুর বিওপির টহল দল মনোয়ার হোসেন (৫০) নামে ওই পাচারকারীকে আটক করে।

মনোয়ার হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মো: রবিউল হোসেনের ছেলে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার।

তিনি জানান, মঙ্গলবার সকালে ভারতে পাচারের সময় দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে- দৌলতপুর বিওপি'র সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সোনার বার ভারতে পাচারের উদ্দেশে গমন করবে। এ সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের সার্বিক দিক নির্দেশনায় উপ-অধিনায়কের নেতৃত্বে দৌলতপুর বিওপির একটি টহল দল অভিযান চালায়। তারা সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে ১৭/৭ এসয়ের ১৮০ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ ভেতরে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়।

খুরশিদ আনোয়ার জানান, এ সময় দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের কাছাকাছি এলে সন্দেহজনক হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে। আটক ব্যক্তির হাতে থাকা লাল রঙের একটি থলে তল্লাশি করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের নয়টি সোনার বার উদ্ধার করে।

তিনি জানান, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ১,০৮,৮৬,১২৪ টাকা (এক কোটি আট লাখ ছিয়াশি হাজার এক শ’ চব্বিশ টাকা)। জব্দ সোনার বারগুলো ট্রেজারি অফিস যশোর এবং আটক ব্যক্তিকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বাকৃবিতে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাষা উৎসব শুরু টঙ্গীতে শূরায়ে নেজামপন্থীদের বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মজিবুর রহমান চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৭ সাকিবের বোলিং অ্যাকশন বৈধ অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের দুর্বল হওয়া ভারতের জন্য কতটা উদ্বেগের

সকল