১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত -

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় সুলতান খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় দিকে রায়েন্দা মহিলা দাখিল মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুলতান খানের বাড়ি বরগুনা জেলার তালতলি উপজেলার নিদ্রা সখিনা গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা যায়, তিনি শরণখোলার উত্তর কদমতলা গ্রামে তার অসুস্থ ছোট বোন পারুল বেগমের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের বিয়াই সবুর মৃধা জানান, সুলতান খান সকালে উপজেলা সদর রায়েন্দা বাজার গিয়েছিলেন। কাজ শেষে সেখান থেকে সাড়ে ৮টার দিকে পায়ে হেটে তাদের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহিলা মাদরাসার কাছে এলে দ্রুত গতির ইজিবাইক সামনে থেকে তাকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সুলতান খানের মাথা থেঁতলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আইচ এম কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement