স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দুধ দিয়ে গোসল
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০৬ জুলাই ২০২৪, ১৪:১৩, আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১৪:৫৩
চুয়াডাঙ্গায় নিজের স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক জানতে পেরে প্রেমিকের সাথে বিয়ে দিয়েছে এক যুবক। বিষয়টি আলোচনায় উঠে আসে বাড়িতে ফিরে দুধ দিয়ে গোসল করার পর। শনিবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এর আগে বুধবার (৩ জুলাই) চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর গ্রামের দরগাপাড়ার ট্রাক্টরচালক সেকেন্দার আলীর দুধ দিয়ে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তের মধ্যে ঘটনাটি সকলের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, সেকেন্দার আলীর খালাতো ভাই মাজেদুল ইসলামের সাথে তার স্ত্রী ও তিন সন্তানের জননী সাগরী খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। প্রতিদিনই মোবাইলে কথাবার্তাও বলতেন দু’জন। বিষয়টি বুঝতে পেরে সেকেন্দার আলী তার স্ত্রীকে হাতে-নাতে ধরার অপেক্ষায় থাকেন। ওই দিন (৩ জুলাই, বুধবার) সন্ধ্যায় সেকেন্দার আলী বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজেদুলের সাথে কথা বলতে শুরু করেন। সেকেন্দার বিষয়টি টের পেয়ে স্ত্রী সাগরীকে মাজেদুলের বাড়িতে নিয়ে যান। ততক্ষণে মাজেদুল পালিয়ে যান। পরে গ্রামবাসীর সহায়তায় মাজেদুলের সাথে সাগরীর বিবাহ দেয়া হয়।
একই গ্রামের বাসিন্দা আল আমিন নামের এক যুবক বলেন, স্ত্রীর সাথে তার পরকীয়া প্রেমিকের বিয়ে দেয়ার ঘটনাটি গ্রামজুড়ে সকলের মুখেমুখে ছড়িয়ে পড়েছে। বিয়ে দেয়ার পর দুধ দিয়ে গোসল করে আরো আলোচনায় উঠেছেন স্বামী সেকেন্দার আলী। বিয়ে দেয়ার বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে মতভেদও দেখা দিয়েছে।
এ বিষয়ে সেকেন্দার আলী জানান, আগেও তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটায় গ্রামবাসীর সাহায্যে তাদের বিয়ে দেয়া হয়েছে।
দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।
বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সেকেন্দার দুধ দিয়ে গোসল করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা