মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- মাগুরা প্রতিনিধি
- ০২ জুলাই ২০২৪, ১৪:৪৫
মাগুরা শহরের দরি-মাগুরা আল-আমিন পাড়ায় এতিমখানার পাশ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে এতিমখানার পাশে এনে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা