আন্দোলনে অচল ইসলামী বিশ্ববিদ্যালয়
- ইবি সংবাদদাতা
- ০১ জুলাই ২০২৪, ১৯:০০
সর্বজনীন পেনশন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শিক্ষক ও কর্মকর্তাদের সর্বাত্মক আন্দোলনে অচল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
সোমবার (১ জুলাই) ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম বর্জন করে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষদ ভবনের নিচলতলায় অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শতাধিক শিক্ষক উপস্তিতি ছিলেন।
এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। এছাড়া জাতিয় স্বার্থে শিক্ষার্থীদেরকেও আন্দোলনে শামিল হতে আহ্বান জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
তিনি বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে শিক্ষার্থীদের বড় ভূমিকা ছিল। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে চলমান এ সঙ্কটে শিক্ষার্থীদেরও এগিয়ে আসা উচিৎ। শিক্ষক-শিক্ষার্থীরা একসাথে থাকলে কোনো কুচক্রী মহল শিক্ষাব্যবস্থা নিয়ে ষড়যন্ত্রের সাহস করবে না।
এদিকে সার্বজনীন পেনশন স্কিম হতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যাহারের এক দফা দাবিতে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা