১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়ায় নিরাপত্তা প্রহরী বৃদ্ধ খুন

কুষ্টিয়ায় নিরাপত্তা প্রহরী বৃদ্ধ খুন - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ায় মিরপুর উপজেলার বিজনগরে নিরাপত্তা প্রহরী বৃদ্ধ খুন হয়েছেন।

শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে বিজনগর গ্রামের একটি বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধ মরহুম আকব্বর হোসেনের ছেলে মনির হোসেন ওরফে মনি (৮০)।

জানা যায়, লাশের হাত-পা পোড়া এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে মিঠু নামের এক ব্যক্তির বাড়ির নিরাপত্তা প্রহরী ছিলেন বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। পাঁচ বছরের বেশি সময় ধরে রাজ্জাকের বাড়ির পাহারাদার হিসেবে বাড়িটি দেখাশোনা করতেন বৃদ্ধ মনির। তিনি একাই ওই বাড়ির বাইরের একটি ঘরে থাকতেন। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মনিরকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় তারা বিছানায় মনিরের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের হাত ও পা পোড়ানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসব বিষয় জানার জন্য কাজ করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল