১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছুটি শেষেই ইবি শিক্ষকদের কর্মবিরতি শুরু

ছুটি শেষেই ইবি শিক্ষকদের কর্মবিরতি শুরু - ছবি : নয়া দিগন্ত

ঈদুল আজহার ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাফতরিক কাজ শুরু হয়েছে মঙ্গলবার (২৫ জুন)। প্রথম কার্যদিবসেই এক ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন-সংক্রান্ত প্রজ্ঞাপন বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। শিক্ষকদের অন্য দাবিগুলো হলো প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। আগামী ২৭ তারিখ পর্যন্ত এ কর্মবিরতি চলমান থাকবে বলে জানান তারা।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব অধ্যাপক ড মাহবুবর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড মোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মতিনুর রহমানসহ অর্ধশত শিক্ষক।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কর্মসূচি পালন করেছি। আগামী ৩০ জুন আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করব। এরপরেও দাবি পূরণ না হলে আমরা ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি করব।’


আরো সংবাদ



premium cement