১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শৈলকুপায় টিলারের চাকায় আটকে কৃষকের মৃত্যু

শৈলকুপায় টিলারের চাকায় আটকে কৃষকের মৃত্যু - প্রতীকী ছবি

শৈলকুপায় জমির মাটি সমান করতে গিয়ে পাওয়ার টিলারের চাকায় আটকে যাদব বিশ্বাস নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে আওধা মাঠে এ ঘটনাটি ঘটে।

নিহত যাদব বিশ্বাস হুদাকুশবাড়িয়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হুদাকুশ বাড়িয়া গ্রামের যাদব বিশ্বাস ইঞ্জিনচালিত পাওয়ার টিলার দিয়ে জমির মাটি সমান করছিল। এ সময় পাওয়ার টিলারের চাকা উল্টে গেলে সেটা সোজা করতে গিয়ে চাকার সাথে জড়িয়ে ঘটনস্থলে মারা যায়।

লাঙ্গল বাদ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ অফিসার এসআই তৌকির জানান, লিখিতভাবে কেউ আমাকে না জানালেও আমি মৌখিকভাবে শুনেছি।


আরো সংবাদ



premium cement