১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জীবননগরে ২ দিনে ৩ নারীর অস্বাভাবিক মৃত্যু

জীবননগরে ২ দিনে ৩ নারীর অস্বাভাবিক মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গত দু’দিনের ব্যবধানে প্রবাসীর স্ত্রীসহ তিন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

রোববার (৯ জুন) সন্ধ্যা থেকে সোমবার (১০ জুন) দুপুর পর্যন্ত এ সব মৃত্যুর ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

তারা হলেন উপজেলার কালা গ্রামে চপেলা বেগম (৫৫) নামের এক নারী রোববার সন্ধ্যায় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও একই রাত সাড়ে ১১টায় ডুমুরিয়া গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী সখি খাতুন (২৫) তার স্বামী টাকা পাঠাতে দেরি করায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এবং সোমবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের গোপালনগর গ্রামের জাহানারা খাতুন (৬০) পুকুরের পানিতে ডুবে মারা যান।

নিহতদের পারিবারিক সূত্র থেকে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের মরহুম নুর হকের স্ত্রী চপেলা বেগম রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী মুহিদুল ইসলামের বাড়ির টিউবওয়েল থেকে পানি পান করতে যান। এ সময় বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। অন্যদিকে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সৌদি প্রবাসী ওয়াসিম হোসেন নয়নের স্ত্রী সখি খাতুন একই দিন রাতে সাড়ে ১১টার দিকে প্রবাসী স্বামী আসন্ন ঈদের কেনাকাটার জন্য টাকা পাঠাতে দেরি করায় অভিমান করে নিজ ঘরের আড়াই নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এদিকে সোমবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের গোপালনগরের মরহুম গোলাম মন্ডলের স্ত্রী জাহানারা খাতুন (৬০) বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান। পরে তার লাশ পুকুরে ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুকুর থেকে লাশ উদ্ধার করেন। প্রত্যেকটি ভিকটিমকে হাসপাতালে নেয়ার পর প্রত্যেককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, প্রত্যেকটি ঘটনায় সরজমিনে তদন্ত করা হয়েছে এবং থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement