১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শৈলকূপায় নিখোঁজের ৬ ঘণ্টা পর গড়াই নদী থেকে লাশ উদ্ধার

শৈলকূপায় নিখোঁজের ৬ ঘণ্টা পর গড়াই নদী থেকে লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহ শৈলকূপায় গড়াই নদীর লাঙ্গলবাঁধ-নাদুরিয়া খেয়াঘাটে নৌকা থেকে পানিতে পড়ে খাইরুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শৈলকূপার গড়াই নদীর নাদুরিয়া-লাঙ্গল বাঁধ ঘাটে নিখোঁজ হন তিনি।

মৃত ব্যক্তি শৈলকুপা উপজেলার কুপালপুর গ্রামের সবদুল হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নৌকায় পার হওয়ার সময় চলন্ত নৌকা থেকে মাঝ নদীতে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিখোঁজ হয়।

ওই ঘাটের মালিক বিপ্লব কুমার জানান, নদী পারাপারের সময় নৌকা থেকে মাঝ নদীতে এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি নৌকা থেকে পড়ে যায়। আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাই। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে আসে। পরে খুলনা থেকে ডুবুরিরা এসে মৃত ব্যক্তির লাশ নদী থেকে উদ্ধার করে। মৃত ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তার পরিচয় জানা যায়।

খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান হারুন অর রশিদ জানান, আমরা সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে এসে নৌকার চালকের সাথে কথা বলে নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তার লাশ বিকেল ৪টার দিকে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হই।

লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের এসআই তৌকির হোসেন জানান, নৌকা পার হতে গিয়ে মাঝ নদীতে গিয়ে নৌকা থেকে এক ব্যক্তি পড়ে মারা গেছে, ঘটনা সত্য।


আরো সংবাদ



premium cement
ভারতে মা ও শিশুদের মৃত্যুকে বাংলাদেশে হিন্দু নির্যাতন বলে প্রচার বিপরীত মেরুতে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ-লিটন দাস চেন্নাইয়ের হাসপাতালে আগুন, মৃত্যু শিশুসহ ৬ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু শহীদ দেলোয়ারের কবর ছুঁয়ে প্রতিদিনই আর্তবিলাপ করেন মা টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি! টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রাশিয়ার চেচনিয়া অঞ্চলে ইউক্রেনের ড্রোন আঘাত : দাবি করছেন চেচনিয়ার নেতা এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল! পাকিস্তান দলের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি

সকল