চৌগাছায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু
- এম এ রহিম, চৌগাছা (যশোর)
- ২২ মে ২০২৪, ১৩:২৫
যশোরের চৌগাছায় সাপের কামড়ে রনি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার ভোররাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাদপাড়া গ্রামের বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।
রনি হোসেন চাঁদপাড়া গ্রামের কৃষক জাবেদ আলীর ছেলে। সে চাঁদপাড়া বাজারে একটি দোকানে শ্রমিকের কাজ করতো।
রনির বাবা জানান, অন্যান্য দিনের মতো তার ছেলে মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজেদের বসতঘরে ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে হঠাৎই ঘুম থেকে উঠে যন্ত্রণায় চিৎকার শুরু করে। এক পর্যায়ে রনির বিছানায় একটি বিষধর গোখর সাপ দেখতে পান। কী করবেন বোঝার আগেই রাত আনুমানিক ২টার দিকে সে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ঘটনা শুনেছি। রনি কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়। অসুস্থ থাকার কারণে কয়েকদিন ধরে বাড়িতে অবস্থান করছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাগছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা