যশোরের শার্শায় চেয়ারম্যান সোহরাব, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার ও সালমা
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ২১ মে ২০২৪, ২৩:৪৯
যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকের সোহরাব হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতিকের অহিদুজ্জামান পেয়েছেন ১২ হাজার ২৯১ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তালা প্রতিকের আব্দুর রহিম সর্দার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২২ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতিকের শাহরিন আলম বাদল পেয়েছেন ১৩ হাজার ৮৬৬ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতিকের শামিমা খাতুন সালমা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলেয়া খাতুন পেয়েছেন ৭ হাজার ৭২৯ ভোট।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। তবে অধিকাংশ কেন্দ্রে ভোটারের উপস্থিতি অনেক কম। তবে উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শার্শা উপজেলা সহকারী রিটারনিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।
আওয়ামী লীগ ছাড়া অন্যকোন দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করায় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।
শার্শা উপজলা নির্বাচন এবার ১১টি ইউনিয়ন এং একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২,৯৯,১১১ জন। এর মধ্যে পুরুষ-১ লাখ ৫০ হাজার ১৯৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। ১০২টি ভোটকেন্দ্রে ৮১৪টি বুথে ভোটগ্রহণ করা হয়।
প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য। টহলে ছিল বিজিবি ও র্যাব সদস্যসহ প্রসাশনের অন্যান্য টিম।
এখানে উপজলা চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদ ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ তিনজন। এ সকল কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ৮১৪ জন (প্যানলভুক্ত ৮৯৮ জন), পালিং অফিসার ১৬২৮ জন (প্যানলভুক্ত ১৭৯৬ জন) দায়িত্ব পালন করেন।
১০২টি কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্র বিশেষ নজরদারিত রাখা হয়। বেনাপোল পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হলেও ইউনিয়ন পর্যায়ে এবারই প্রথম ইভিএমের মাধ্যমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা