১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় বিএন‌পি নেতার লাশ মিল‌ল পাটক্ষেতে

চুয়াডাঙ্গায় বিএন‌পি নেতার লাশ মিল‌ল পাটক্ষেতে - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সারারাত নি‌খোঁজ সদ্য কারামুক্ত বিএন‌পি নেতা আজগার আলীর (৫৭) লাশ সকা‌লে পাট‌ক্ষেত থে‌কে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (২১ মে) সকাল ৭টার দি‌কে সংবাদ পে‌য়ে দামুড়হুদা ম‌ডেল থানা পু‌লিশ জয়রামপুর বেলে মাঠের পাটক্ষেত থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে। এর আগে সোমবার বি‌কে‌লে আজগার আলী বা‌ড়ি থে‌কে বের হয়ে নি‌খোঁজ হন।

নিহত আজগার আলী উপ‌জেলার হাউলী ইউ‌নিয়‌নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও জয়রামপুর গাতির পাড়ার মরহুম খোদা বকস’র ছে‌লে।

‌নিহত আজগার আলীর ভা‌য়ের ছে‌লে আরিফুল ইসলাম জানান, সোমবার বি‌কে‌লে চাচা আজগার আলী বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে আর ফে‌রেন‌নি। সারারাত সাম্ভাব্য বি‌ভিন্ন স্থা‌নে খোঁজাখুঁ‌জি ক‌রেও তা‌কে পাওয়া যায়‌নি। পর‌দিন মঙ্গলবার (২১ মে) সকাল ৬টার দি‌কে মা‌ঠে কাজ কর‌তে যাওয়া গ্রা‌মের কৃষকরা খবর‌ দেয় গ্রা‌মের বে‌লে মা‌ঠের চাচার নিজ পাট‌ক্ষে‌তে তার লাশ প‌ড়ে আছে।

দামুড়হুদা ম‌ডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগির কবির ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, সংবাদ পে‌য়ে আমরা ঘটনাস্থলে গি‌য়ে‌ছিলাম। প্রাথ‌মিকভা‌বে ধারনা করা হ‌চ্ছে আজগার আলী হার্ট স্ট্রো‌কে মারা‌গে‌ছেন।

‌তি‌নি আরো জানান, পা‌রিবা‌রের আবেদ‌নের পরিপ্রে‌ক্ষি‌তে লা‌শের ময়নাতদন্ত না ক‌রে প‌রিবাবা‌রের কা‌ছে হস্থান্তর করা হ‌য়।


আরো সংবাদ



premium cement