১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোরেলগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

মোরেলগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন - ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে আল ইমরান খান (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের আমতলা নামক স্থানে ইজিবাইকচালক আহাদ শেখ তার বুকে ছুরিকাঘাত করেন।

ইমরান পাশের ইন্দুরকানি উপজেলার চরণী পর্তাশী গ্রামের মো: সামাদ খানের ছেলে।

জানা গেছে, আহাদ শেখ একটি ভ্যানে করে কিছু শুপারি বিক্রির জন্য মোরেলগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে ইজিবাইকচালক আহাদ শেখের সাথে তুচ্ছ ঘটনায় তর্ক হয়। একপর্যায়ে আহাদ শেখ ইমরানের বুকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবক বাগেরহাট সদর হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছেছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement