১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত - প্রতীকী ছবি

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে আমজাদ আলী (৩৫) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। তিনি বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের সুকচাঁদ আলীর ছেলে।

সোমবার (১৩ মে) ভোরের দিকে বিএসএফের ছোড়া শটগানের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। তিনি বতর্মানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পুটখালী সীমান্তের বিপরীতে আংরাইল সীমান্তের ভারতীয় বিএসএফ শটগানের গুলিতে আমজেদ আলীর বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে সে বাড়ি এলে বাড়ির লোকজন তাকে রাত ৩টার সময় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে খুলনা ২১ ব্যাটালিয়নের লে. কর্নেল খুরশীদ আলম বলেন, ‘বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে বলে শুনেছি। আমি খোঁজ-খবর নিয়েছি। আমার ৯ কিলোমিটার এরিয়ার মধ্যে কোন স্থানে এ ঘটনা ঘটেছে সেই জায়গাটি আমরা খুঁজে বের করতে পারছি না।’

তিনি বলেন, ‘গতকাল রাতে বিজিবির যেসব সদস্য টহলরত ছিল তারাও জানিয়েছে যে তারা কোনো গোলাগুলির শব্দ শুনতে পাননি। আহতের বাড়ির এলাকায় আমি লোক পাঠিয়েছিলাম, তারা কেউ বাড়িতে নেই, এলাকার লোকজন বললো আহত হয়েছে, কিন্তু কিভাবে আহত হয়েছে বা ঘটনাটি কোথায় ঘটেছে তারাও বলতে পারছে না। আহত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বিস্তারিত জানতে পারবো।’


আরো সংবাদ



premium cement
লজ্জার ধবলধোলাই বাংলাদেশ সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরাইলের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা

সকল