১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় রান্না ঘরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়দেব কুমার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের বড়গোবিন্দপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত জয়দেব কুমার বড়গোবিন্দপুর গ্রামের বাদল কুমারের ছেলে।

নিহত জয়দেবের কাকা নিখিল কুমার জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। জয়দেব রান্না ঘরের ভেতর ঢুকে পড়ে। এ সময় সেখানে থাকা মাল্টিপ্লাগের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে গুরুতর আহত হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, শিশুটিকে উদ্ধার করে দেখি সে মারা গেছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement

সকল