১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেড়াতে নিয়ে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা

বেড়াতে নিয়ে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা - নয়া দিগন্ত

যশোরে বেড়াতে নিয়ে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করেছে সাতক্ষীরার এক প্রেমিক। ডিবি অভিযান চালিয়ে ওই প্রেমিককে আটক করেছে। বুধবার সকালে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের পাশ থেকে প্রেমিকা মিতুর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে শাড়ি পরা এক নারীর লাশ তারা পড়ে থাকতে দেখে। এ সময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজীব জানান, নিহত মিতু এক সময় মুসলমান ছিলেন। বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটায়। তার নাম ছিল খাদিজা। পরে তিনি হিন্দু ধর্মগ্রহণ করেন। বুধবার তার এলাকার এক যুবকের সাথে তিনি যশোরে ঘুরতে আসেন। একপর্যায়ে তাকে ওই যুবক শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার নেতৃত্বে একটি টিম ওই যুবককে আটক করে।

ওই যুবকের নাম ও ঠিকানা জানতে চাইলে মাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এদিকে, হালসা গ্রামের একটি সূত্র জানিয়েছে, আটক প্রেমিকের নাম মৃন্ময়। তারও বাড়ি পাটকেলঘাটায়। সকাল ১০টায় হালসা গ্রাম থেকে ডিবির একটি টিম তাকে আটক করেছে।


আরো সংবাদ



premium cement