চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল
- চুয়াডাঙ্গা সংবাদদাতা
- ২৩ এপ্রিল ২০২৪, ১৩:৩১
অতি তীব্র তাপদাহ, সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের সাধারণ মানুষ। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে আজ মঙ্গলবার বেলা ১১টায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।
চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়। জেলার সব শ্রেণি-পেশার মানুষ এই নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে চলমান এই তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা বশির আহমেদ বিশেষ এই মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহা. শফিকুল ইসলাম। ইস্তিস্কার নামাজে ইমামতি করেন নুরুদ্দীন মাওলানা। নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া অতি তীব্র তাপপ্রবাহ থেকে আল্লাহর কাছে পানাহ ও বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
এদিকে, তীব্র গরমের মধ্যে ২২ এপ্রিল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা