কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা!
- কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
- ২০ এপ্রিল ২০২৪, ১৬:৫৯
সাতক্ষীরার কলারোয়ায় আজহারুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠেছে তার দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের বিরুদ্ধে। পরে আত্মহত্যা করেন ঝর্ণা।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, ‘আজহারুল ইসলাম গত চার মাস এই গ্রামে ভাড়া বাসায় বসবাস করছেন। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে প্রতিবেশীরা তাদের ঘর থেকে ভিন্ন রকমের শব্দ শুনতে পায়। পরে তারা আমাকে খবর দিলে আমি চৌকিদার নিয়ে ঘরে ঢুকে দেখি যে দুজন অচেতন হয়ে পড়ে আছেন। পরে কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।’
স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সাথে স্বামী আজহারুলের নানা সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। স্বামী তাকে কম সময় দিতেন বলে ক্ষোভ ছিল ঝর্ণার। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকে শুক্রবার রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান ঝর্ণা। পরে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেন।
প্রতিবেশীরা প্রথমে তাদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝর্ণা খাতুনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, স্বামী আজহারুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, আজহারুল ইসলামের বাড়ি উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। তার দুই স্ত্রী। ছোট স্ত্রীর নাম ঝর্ণা খাতুন। ঝর্ণাকে মরণাপন্ন অবস্থায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। আর আজহারুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা