চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে যুবকের মৃত্যু
- দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ২০ এপ্রিল ২০২৪, ১৬:৩৫, আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১৬:৩৬
একটানা বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র ও অতি তীব্র তাপদাহ। এই তাপদাহে জেলায় হিট অ্যালার্ট জারি করে মাইকিং করা হচ্ছে। এরই মধ্যে আজ দামুড়হুদায় হিট স্ট্রোকে জাকির হোসেন (৩৩) নামের এক যুবক মারা গেছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মাঠে কৃষি কাজ করতে গিয়ে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। মাঠের অন্য কৃষকরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
জাকির হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমন্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
জাকির হোসেনের বাবা আমির হোসেন জানান, ‘রোদ গরমে মাঠের ধান মরার অবস্থা। ধানের জমিতে সেচ (পানি) দেয়ার জন্য সকাল ৮টার দিকে জাকির মাঠে যায়। মাঠে যাওয়ার ঘণ্টা খানেক পর খবর পাই ছেলে মাঠে স্ট্রোক করেছে। মাঠে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।’
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহার সাথে কথা বলার জন্য কল দিলে তিনি বলেন, ‘আমি ছুটিতে আছি, এ বিষয়ে আমি কিছু জানি না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা