মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা
- মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)
- ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৭
বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালের দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যাক্তি হচ্ছেন উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম ডালিম (৩৫)।
জানা গেছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জেরে ডালিমকে তার সৎমা জুলেখা বেগম, সৎভাই নাইম ও সিয়াম মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটে আহত যুবক ডালিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে শুনেছি। এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা