১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মণিরামপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মারা যাওয়া দুই ভাই-বোন - ছবি : নয়া দিগন্ত

মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- বারপাড়া গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের মেয়ে সামিয়া (৪) ও ছেলে সাবিত (৩)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামিয়া ও সাবিত দুই ভাই-বোন। দুপুর ২টার দিকে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করে। আশপাশের বাড়িতে সন্ধান না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে বসতঘরের পাশে পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখে তারা। পরে তাদেরকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিলে ডা: আজিজুর রহমান দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement