০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

আলমডাঙ্গায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের গুঁড়ি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাঝবয়সী ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর গ্রামস্থ আলমডাঙ্গা টু কুষ্টিয়া হাইওয়ে সড়কের সাদা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত মহাসিন (৪০) আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের চকহারদি গ্রামের মরহুম তাহাজ উদ্দিনের ছেলে।

বর্তমানে মহাসিন জিবিকা অর্জনের জন্য পরিবারের দু’ছেলে ও স্ত্রীসহ কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর গ্রামে বাসাভাড়া করে বসবাস করত।

ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, মহাসিন ভ্যানচালিয়ে ভাড়া মেরে এসে রাস্তার পাশে ভ্যান নিয়ে দাড়ানোর সাথে সাথেই চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখী কাঠের গুঁড়ি বোঝাই ঢাকা (মেট্রো-ট-১৮-৫৮৮৭) নম্বরের ট্রাকটি দ্রুতগতিতে এসে মহসিনকে ধাক্কা দেয়। সাথে সাথে চিৎকার করে রাস্তার ওপর ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যায় মহাসিন, সাথে সাথেই তার মৃত্যু হয়।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী চা দোকানি বলেন, চিৎকার শুনে আমরা দোকান থেকে বের হই এবং দেখি গাড়ির ড্রাইভার গাড়ি থেকে ঝাপ দিয়ে পালাচ্ছে আমরা পেছনে পেছনে ধাওয়া করি কিন্তু ধরতে পারিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহাসিন কালিদাসপুর গ্রামের মোজাম্মেলের ছেলে মানিকের নিকট হতে ব্যাটারিচালিত পাখি ভ্যান ভাড়া নিয়ে চালাত।

নিহত মহসিনের স্ত্রী রিনা খাতুন বলেন, আমার সংসারে আমার স্বামীই ছিল একমাত্র কর্মক্ষম। আমার স্বামী বাড়ি থেকে সন্ধ্যার আগে ভাত খেয়ে ভাড়া মারার জন্য বের হয়েছিল। কিন্তু কিভাবে কি হয়ে গেল। এখন আমার সংসারের কি হবে, আমার দুই ছেলের দায়িত্ব কে নেবে, আমার ও আমার সন্তানদের দেখার আর কেউ রইল না দুনিয়াতে। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার স্বামী বলে এসেছিল আজ ভাড়া মেরে টাকা দিয়ে ছেলের জন্য ফল কিনে বাড়ি যাবে।

আলমডাঙ্গা থানার অফিসার (ইনচার্জ) বিপ্লব কুমার নাথ বলেন, আলমডাঙ্গা টু কুষ্টিয়া সড়কের কালিদাসপুর ইউনিয়নের সাদা ব্রিজের কাছে কাঠ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন মারা গেছে এমন সংবাদের সাথে সাথেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশ লাসের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে বর্তমানে লাশ থানা হেফাজতে আছে।


আরো সংবাদ



premium cement