ফকিরহাটে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
- ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৩
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আশিফ হাওলাদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট মহিষ প্রজন্ন খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিফ হাওলাদার উপজেলার বৈলতলী গ্রামের জাহিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশিফ হাওলাদার গতকাল রাতে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে ফয়লা শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ফকিরহাট মহিষ প্রজন্ন খামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেল চালকসহ মোটরসাইকেলে থাকা এক নারী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ভোর রাতে আশিফ হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর মোটরসাইকেল চালক মো: ইউসুব বর্তমানে সিটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।
ফকিরহাট কাটাখালী হাউওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আশিফ হাওলাদারের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা