০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

নতুন নেতৃত্বে ইবির জিয়া পরিষদ

সভাপতি ড. রুহুল আমীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ড. আব্দুস সামাদ। - ছবি : সংগৃহীত

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং রিভাগের ড. রুহুল আমীন ভূঁইয়াকে সভাপতি ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ড. আব্দুস সামাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় অনুষদ ভবনের সভাকক্ষে দায়িত্ব গ্রহণ করেন তারা।

জানা যায়, এ বছরের নির্বাচনে পদগুলোতে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এ কমিটি। পরে ১৯ সেপ্টেম্বর কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো: আব্দুর রাজ্জাক।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ড. নূরুন নাহার, ড. মুহাম্মদ আব্দুল মালেক, ড. মো: আব্দুস শাহীদ মিয়া, ড. এ এস এম আইনুল হক আকন্দ ও ড. মো: জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো: রফিকুল ইসলাম ও মো. ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. মো. রশিদুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক ড. মো: শাহীনুজ্জামান, দফতর সম্পাদক ড. মো: হাফিজুর রহমান, সহ-দফতর সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ ড. মো: সেলিম রেজা, প্রচার সম্পাদক ড. মো: জালাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো: নাসির উদ্দিন খান, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ কে এম রাশেদুজ্জামান, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মো: মনজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ড. মোছা. খোদেজা খাতুন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মো: মিজানুর রহমান ও ড. মো: আলীনুর রহমান।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সদ্যবিদায়ী সভাপতি ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে পরিষদের নব নির্বাচিত কমিটির সদস্যরাসহ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক ড. মো: রশিদুজ্জামান।

নব নির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া বলেন, জিয়া পরিষদের বিদায়ী কমিটি পরিশ্রমের মাধ্যমে এই সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করেছে। সেই ধারাবাহিকতা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। সংগঠনের কাজকে গতিশীল করতে সকলের সহযোগিতায় জিয়া পরিষদের কার্যক্রম নতুন উদ্যমে পরিচালিত করার চেষ্টা করব।


আরো সংবাদ



premium cement
উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় পরিবেশের বিষয় মাথায় রাখতে হবে : প্রধানমন্ত্রী ভারতে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ২ জন নিহত, ১৪৪ ধারা জারি বুধ-বৃহস্পতি অবরোধ, রোববার মানববন্ধনের ডাক বিএনপির নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আ’লীগ উদ্বিগ্ন নয় : কাদের ইসরাইলে এফ-৩৫ যন্ত্রাংশ রফতানির জন্য মামলার মুখোমুখি ডাচ সরকার সিরাজগঞ্জে শ্বশুরের মনোনয়নপত্র বৈধ, জামাতার বাতিল জাতীয় স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষেধ হলফনামায় বাৎসরিক আয় কতো টাকা উল্লেখ করেছেন সাকিব উজিরপুরে বাসচাপায় সাবেক সেনাসদস্য নিহত যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ১৫,৫২৩ ফিলিস্তিনি নিহত কালুখালীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

সকল