সুন্দরবনে বাঘের আক্রমণে যুবকের মৃত্যু
- বাগেরহাট প্রতিনিধি
- ০১ অক্টোবর ২০২৩, ১৪:১২
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম শিপার হাওলাদার (২২)। তিনি শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
আজ রোববার সকালে সুন্দরবনের তুলা এলাকায় জেলে শিপার হাওলাদারের মাথা ও পরনের প্যান্টটি পাওয়া গেছে।
নিহত শিপারের বাবা ফারুক হাওলাদার জানান, বুধবার বন বিভাগের পাশ নিয়ে নৌকা জাল নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। একই দিন তার ছেলে শিপার ঝাকি জাল নিয়ে তার বাড়ির এলাকা সুন্দরবনের চাদপাই রেঞ্জের তুলা তলা এলাকায় খালে মাছ ধরতে যায়। পরে আর বাড়ি ফিরেনি। যেহেতু তিনি সুন্দরবনে মাছ ধরতে গেছেন পরিবারের বাকি সদস্যরা মনে করেছে ছেলে শিপারও হয়তো বাবার সাথে মাছ ধরতে গেছে। তিনি শনিবার বিকেলে বাড়ি ফিরে এলে ছেলের খোঁজ শুরু করেন। স্থানীয় লোকজন বনে খোঁজাখুঁজি করে কোনো সন্ধ্যান না পেয়ে ফিরে আসে। রোববার ভোর থেকে আবারো সবাই মিলে খুঁজতে থাকেন। একপর্যায়ে সকাল ৯টার দিকে সুন্দরবনের তুলা এলাকায় জেলে শিপার হাওলাদারের মাথা ও তার পরনের প্যান্টটি পাওয়া যায়। শরীরের বাকি অংশ বাঘে খেয়ে ফেলেছে।
বাড়ির কাছে খালটিতে ঝাকি জাল ফেলে মাছ ধরে দ্রুত বাড়ি ফিরে আসবেন তাই বন বিভাগের অনুমতি নেননি শিপার। এ কারণে বাঘের আক্রমণে নিহত হয়েও সরকারের দেয়া সুযোগ থেকে বঞ্চিত হবে তার পরিবার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা