মোরেলগঞ্জে ঘটা করে ঘোড়ার বিয়ে অনুষ্ঠিত
- মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)
- ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:২২

বিয়ে মানে আনন্দ। যেখানে বর আসবে কনের বাড়িতে। ধুমধাম করে সানাই বাজবে। আত্মীয়-স্বজনেরা আসবে। বাহারী পিঠে আর নানা ধরনের মিষ্টান্নে মুখরিত হবে। সবার মনে আনন্দ হবে। এটাই বাঙ্গালী বিয়ের রীতি-নীতি। কিন্তু ঘোড়ার বিয়ে মানে অন্য রকম এক অনুভূতি। এটাই ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জের শেখ রাসেল শিশু পার্কে।
পার্কের দায়িত্বরত বাদশাহ মিয়া শনিবার বিকেলে এ অভিনব ঘোড়ার বিয়ের আয়োজন করেন। আর এ বিয়ে দেখতে হাজার হাজার শিশু, নারী-পুরুষেরা জমায়েত হয়ে আনন্দ উপভোগ করেছে। শিশু পার্কে বিনোদনের জন্য দু’টি ঘোড়া আনা হয়। এর রক্ষণাবেক্ষণ করেন বাদশাহ মিয়া। তিনি নাচ গান দিয়ে পার্কে আগত শিশুদের মাতিয়ে রাখেন। মূলত পার্কটি জমানোর জন্য এমন অভিনব বিয়ের আয়োজন করেছেন। বিয়ে গায়ে হলুদ, বাসর সাজানো থেকে শুরু করে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
আগত দর্শকেরা জানান, মোরেলগঞ্জে নতুন শিশু পার্ক হওয়ায় আমাদের শিশুদের ঘুরা-ফেরা আনন্দ বিনেদনের সুযোগ হয়েছে। এতে আমরা আনোন্দিত। ধন্যবাদ জানাই পৌর মেয়রকে। শিশুরা আজকে আসছে ঘোড়ার বিয়ে দেখতে। ঘোড়ার বিয়ে মানে কাল্পনিক অন্যরকম এক আনন্দের খোরাক, যা অবাস্তবিক।
এ বিষয়ে পার্কের কেয়ারটেকার বাদশাহ বলেন, মূলত শিশু পার্ককে জমানোর জন্য ও শিশু কিশোরদের মনে আনন্দের খোরাক জোগানোর জন্য এমন অভিনব ঘোড়ার বিয়ের আয়োজন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা