১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বাংলাদেশীর লাশ ৬ দিন পর ফেরত দিলো বিএসএফ

বাংলাদেশীর লাশ ৬ দিন পর ফেরত দিলো বিএসএফ - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর সীমা‌ন্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে নিহত মিজানুর রহমানের (৫০) লাশ ছয় দিন পর ফেরত দি‌লো বিএসএফ।

বুধবার (২০ সে‌প্টেম্বর) সন্ধ্যা ৬টার দি‌কে জীবননগ‌রের সীমান্ত ইউনিয়নের বেনীপুর সীমান্তের জি‌রো প‌য়ে‌ন্টে এক পতাকা বৈঠ‌কের মাধ্যমে বিএসএফ বি‌জি‌বির কাছে হস্থান্তর ক‌রে।

প‌রে বি‌জি‌বি মিজানু‌রের লাশটি পু‌লি‌শের মাধ্যমে তার প‌রিবা‌রের কা‌ছে হস্থান্তর ক‌রেন।

জীবননগর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) জা‌বিদ হাসান জানান, ‘বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক মিজানুর রহমান (৫০), বাবা মো: নবীছদ্দিন, গ্রাম- শেখপাড়া, থানা- শৈলকূপা, জেলা- ঝিনাইদহ। বর্তমান ঠিকানা শ্বশুর মরহুম নছরউদ্দিন, গ্রাম বেনীপুর, থানা- জীবননগর চুয়াডাঙ্গায় বুধবার সন্ধ্যার দি‌কে বিজিবি বেনীপুর বিওপির কমান্ডার মো: আতিয়ার রহমান, ঝিনাইদহ মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের এডি জনাব মো: সাইফুল ইসলাম, জীবননগর থানা পুলিশের এসআই, এসএম রায়হান, এসআই সৈকত পাড়ে, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জনাব মো: মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে লাশের অভিভাবক মিজানুরের স্ত্রী নাসিমা খাতুনের সনাক্তের পর ভারতীয় বিএসএফ ও পুলিশ লাশ বুঝি‌য়ে দেয়। প‌রে বি‌জিবির ও জীবননগর থানা পুলিশ আইনগত ব্যবস্থা শেষে তার স্ত্রী নাসিমা খাতুনের নিকট লাশ বুঝাইয়া দেন।’

উল্লেখ্য, বৃহস্প‌তিবার (১৪ সে‌প্টেম্বর) ভোর রাতে নিহত মিজানুর অবৈধ প‌থে সীমান্ত পাড় হ‌ন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী‌ বিএসএ‌ফ গু‌লিতে তা‌কে হত্যা ক‌রে লাশ নি‌য়ে যায়।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের হামলায় গাজায় জার্মান পরিবারের ৬ সদস্য নিহত পিরোজপুরে দিনমজুরের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা স্বতন্ত্র প্রার্থীরা ‘এক শতাংশ ভোটারের সমর্থন’ নিয়ে বিপাকে ২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী

সকল