বাংলাদেশীর লাশ ৬ দিন পর ফেরত দিলো বিএসএফ
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৪

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে নিহত মিজানুর রহমানের (৫০) লাশ ছয় দিন পর ফেরত দিলো বিএসএফ।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুর সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে হস্থান্তর করে।
পরে বিজিবি মিজানুরের লাশটি পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্থান্তর করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান জানান, ‘বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক মিজানুর রহমান (৫০), বাবা মো: নবীছদ্দিন, গ্রাম- শেখপাড়া, থানা- শৈলকূপা, জেলা- ঝিনাইদহ। বর্তমান ঠিকানা শ্বশুর মরহুম নছরউদ্দিন, গ্রাম বেনীপুর, থানা- জীবননগর চুয়াডাঙ্গায় বুধবার সন্ধ্যার দিকে বিজিবি বেনীপুর বিওপির কমান্ডার মো: আতিয়ার রহমান, ঝিনাইদহ মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের এডি জনাব মো: সাইফুল ইসলাম, জীবননগর থানা পুলিশের এসআই, এসএম রায়হান, এসআই সৈকত পাড়ে, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জনাব মো: মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে লাশের অভিভাবক মিজানুরের স্ত্রী নাসিমা খাতুনের সনাক্তের পর ভারতীয় বিএসএফ ও পুলিশ লাশ বুঝিয়ে দেয়। পরে বিজিবির ও জীবননগর থানা পুলিশ আইনগত ব্যবস্থা শেষে তার স্ত্রী নাসিমা খাতুনের নিকট লাশ বুঝাইয়া দেন।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে নিহত মিজানুর অবৈধ পথে সীমান্ত পাড় হন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গুলিতে তাকে হত্যা করে লাশ নিয়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা