মনিরামপুর ট্রাকচাপায় যুবক নিহত
- আব্দুল মতিন, মনিরামপুর (যশোর)
- ১০ জুন ২০২৩, ১৩:০৮
মনিরামপুরে ট্রাকের নিচে চাপা পড়ে তরিকুল ইসলাম (২৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত হয়েছেন। এ সময় জিকু (১২) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর হাসপাতালের অদূরে এ ঘটনা ঘটে।
তরিকুল ইসলাম কেশবপুর উপজেলার কোমলপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নিহত তরিকুল ও জিকু একই মোটরসাইকেলে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে মোটরসাইকেল আরোহী তরিকুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয় কিশোর জিকু।
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলেক জানান, তরিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান, আহত জিকুকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা