২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

যশোরে সোনা চোরাচালান মামলায় ৩ জনের যাবজ্জীবন


যশোরে সোনা চোরাচালান মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেকের ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

সাজাপ্রাপ্তরা হলেন, ঢাকার গেন্ডারিয়ার কালীগঞ্জ সাহা রোড়ের মৃত সুবল দত্তের ছেলে পঙ্কজ দত্ত, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মৃত মিন্টু লাল সাহার ছেলে প্রদীপ সাহা ও মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের গোষ্ট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩০ নভেম্বর যশোর ৪৯ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোর-মাগুরা সড়ক থেকে সোনা নিয়ে পাচারকারীরা আসছে। তাৎক্ষণিক একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। দুপুরে শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি সোনার বারসহ তিনজনকে আটক করে। যার ওজন সাড়ে তিন কেজি। যার দাম দুই কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় যশোর ৪৯ বিজিবির হাবিলদার সাহিবুর রহমান কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে সিআইডি যশোরের এসআই আনোয়ার হোসেন ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ সাজা প্রদান করা হয়।


আরো সংবাদ



premium cement

সকল