মাগুরায় হত্যা মামলার ৩ আসামির ফাঁসির আদেশ
- মাগুরা প্রতিনিধি
- ০৬ জুন ২০২৩, ১৬:১৩

মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের চাঞ্চল্যকর সাহেব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামিরা হচ্ছেন শালিখা উপজেলা কোটভাগ গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সবুর, গহর মুন্সির ছেলে হাবিবুর ও ইমান উদ্দিনের ছেলে বুলু মিয়া।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: মশিয়ার রহমান জানান, ২০০২ সালে সামজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে সাহেব আলীকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় তার বাবা আমজাদ আলী বিশ্বাস ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় মামলা করেন। দীর্ঘ ২১ বছর পর শুনানী শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, সাহেব আলী হত্যা মামলার রায়ে আমরা সংক্ষুব্দ হয়েছিল। রায়ের কপি তুলে উচ্চতর আদালতে আপিল করা হবে। উচ্চতর আদালতে আসামিরা খালাশ পাবে বলে আশা করি।
উল্লেখ্য, ২০০২ সালের ৮ মার্চ সকাল বেলা বাড়ি থেকে ফসলী মাঠের দিকে যাওয়ার সময় কোটভাগ গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে পূর্ব শক্রতা জের ধরে দণ্ডপ্রাপ্ত তিন আসামিসহ অন্য আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সাহেব আলীর বাবা আমজাদ আলী শালিখা থানায় ৩৬ জনকে আসমি করে মামলা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা