ইবির ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইবি সংবাদদাতা
- ০৬ জুন ২০২৩, ১৩:৩০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে। এর আগে সোমবার রাতে অনুষদের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়।
জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তিনটি মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম মেধাতালিকার ভর্তি শেষে দ্বিতীয় ও পর্যায়ক্রমে তৃতীয় মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে।
উল্লেখ্য, সোমবার ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দু’টি অ্যাকাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ডি’ ইউনিটের চারটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন দুই হাজার ১৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে দুই হাজার ১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা