২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

গাংনীর পল্লীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

গাংনীর পল্লীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু। - প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাইসা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুন) দুপুর ৩টার দিকে একই উপজেলার মহাম্মদপুর গ্রামে তার খালার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শিশু মাইসা গাংনী উপজেলার আকুবপুর গ্রামের বকুল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মাইসা মায়ের সাথে প্রতিবেশী গ্রাম মহাম্মদপুরে তার খালু সেন্টু মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সেখানকার কয়েক শিশুর সাথে খেলার একপর্যায়ে গ্রামের পাশে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার পরেই পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে পানির নিচ থেকে মাইসাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement

সকল